অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের লাগাতার সপ্তম বারের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজারকে অষ্টম বারের মতো এমপি পদে বিজয়ী করতে আমেরিকা থেকে ছুঁটে এসেছেন তাঁর কন্যা ফারহানা রহমান মুক্তা।
আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্তা। সন্তান নিয়ে আমেরিকাতেই চাকরিসহ বসবাস করছেন প্রায় ২০ বছর ধরে। তিনি উত্তর জনপদের বর্ষীয়ান রাজনীতিবিদ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের লাগাতার সাত বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক সফল গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র জ্যেষ্ঠ কন্যা।
একই সঙ্গে ফারহানা রহমান মুক্তা দিনাজপুর জেলা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগের উপদেষ্টাও পদে অধিষ্ঠিত। তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে বিজয়ী করাতে ছুটে বেড়াচ্ছেন কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত পাড়া-মহল্লা-গ্রাম থেকে গ্রামান্তরের মাঠে ময়দানে। যোগ দিচ্ছেন নির্বাচনী জনসভা, পথসভাসহ গণসংযোগে।
মোস্তাফিজুর রহমান ফিজার এমপি দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী। তাই বাবাকে পূর্বের সাত বারের মতোই এবারও বিপুল ভোটে জিতিয়ে নৌকার বিজয় ঘটাতে সুদূর আমেরিকা থেকে পাড়ি জমিয়েছেন ফুলবাড়ীতে। বাবার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্তা।
যেখানেই তার আগমন ঘটছে সেখানেই হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা। তিনি নৌকা মার্কায় ভোট চাইতে ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি ছুটছেন নির্বাচনী এলাকায়। গ্রাম-পাড়া-মহল্লায় তাকে বরণ করে নিচ্ছেন নারী ভোটারা।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বাবার সঙ্গে নয়, পৃথকভাবে ছোটবোন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মানবিক সংগঠন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রহমান শিমলাসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গ্রাম-পাড়া-মহল্লায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে নারী ভোটারদের সাথে উঠান বৈঠক, মতবিনিময়সহ নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।
আমেরিকা প্রবাসী ফারহানা রহমান মুক্তা বলেন, আমি গর্বিত আমি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার নামের একজন মানবিক গুণাবলী সম্পন্ন সৎ, নির্লোভ ও নিষ্ঠাবান মানুষের কন্যা। কেনো না খুব কম লোকই আছেন যারা দেশের জন্য যুদ্ধ করেছেন এবং সেই দেশে লাগাতার ৭ বার এক আসন থেকেনির্বাচিত হয়েছেন। আমার বাবা দীর্ঘ ৩৫ বছর ধরে লাগাতার এলাকার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এবং ১০ বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকার মানুষের আস্থাভাজন, একজন অভিভাবক।
তিনি মানুষের জন্য সবসময় চিন্তা করেন, সুখ-দুঃখে পাশে থাকেন। আমি ২০১৮ সালেরনির্বাচনেও আমেরিকা থেকে ছুঁটে এসেছিলাম। বাবার নির্বাচনী মাঠে থেকে বাবার জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছি। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এবারো এসেছি বাবার বিজয় ঘটাতে।
আশা করছি এবারো পূর্বের চেয়েও অনেক অনেক বেশি সংখ্যক ভোটের ব্যবধানে বাবা
মোস্তাফিজুর রহমান ফিজার অষ্টম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত
হয়ে সংসদে যাবেন। যা শুধু দিনাজপুর জেলা নয়, একটি পুরো উত্তর জনপদের জন্য
হবে একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক ইতিহাস। আমার বাবা নিজেও একজন ইতিহাস।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain