ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:১৫:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:১৫:৩৬ পূর্বাহ্ন
শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্ট শুরু হচ্ছে আগামীকাল ২২ নভেম্বর থেকে। শেষ মুহূর্তে এসে ভারতীয় দলে এসেছে একাধিক পরিবর্তন। আর সে পরিবর্তনগুলো মূলত বাধ্য হয়েই।

ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকিই নিতে চাইছে না। বুধবার যখন ভারতীয় দল অনুশীলন সাড়ছিল, তখন কদিন আগে ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া শুভমান গিলের ওপরই সবার চোখ ছিল। বোলিং কোচ মরনে মরকেল অবশ্য বলছেন যে, গিল উন্নতি করছেন আর তাদের নজরেই রয়েছে।

তবে গিলের দুর্ভাগ্যই ভাগ্যের দরজা খুলে দিতে পারে দেবদূত পাডিক্কালের, যিনি আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। কর্ণাটক থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটারকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ায় গিয়ে চোটে ভোগায় সিরিজ শুরুর আগেই বাঁহাতি পেসার খলিল আহমেদকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বদলে স্কোয়াডে যোগ দিয়েছেন যশ দয়াল। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরে গেলেন তিনি। মুকেশ কুমার, নবদীপ সাইনির সঙ্গেই তৃতীয় রিজার্ভ বোলার হিসেবে থাকছেন দয়াল।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ