ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:১৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ০২:১৬:০৭ অপরাহ্ন
সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন ছবি:সংগৃহীত
যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রেসকটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৬ বছর বয়সী প্রেসকট দীর্ঘদিন ধরে আলঝেইমারে ভুগছিলেন। প্রেসকটের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় স্বামী, বাবা এবং দাদা, জন প্রেসকট বুধবার (২০ নভেম্বর) ৮৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। মৃত্যুর সময় তার পরিবারের ভালোবাসা এবং মেরিয়ান মন্টগোমেরির জ্যাজ সঙ্গীতে তাকে ঘিরে ছিলেন।’ জন প্রেসকট টনি ব্লেয়ারের লেবার সরকারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। প্রেসকট টনি ব্লেয়ার সরকারের অন্যতম যোগ্য মন্ত্রী ছিলেন। সরল ও স্পষ্টভাষী বক্তব্যের জন্য তিনি পরিচিত ছিলেন। লেবার পার্টির ঐতিহ্যবাহী বামপন্থি ও আধুনিকতাবাদী অংশের মধ্যে সেতুবন্ধন তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ