ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

এবার মহাসড়ক ও ফ্লাইওভারে অটো বন্ধে আইনি নোটিশ

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:২৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৫:৫৫:৫৬ অপরাহ্ন
এবার মহাসড়ক ও ফ্লাইওভারে অটো বন্ধে আইনি নোটিশ ছবি:সংগৃহীত
দেশের সকল মহাসড়ক ও ফ্লাইওভারে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পাঠানো ওই নোটিশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে। নোটিশপ্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে দেশের প্রধান সড়ক ও ফ্লাইওভারে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গেল বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রাজধানীর প্রধান প্রধান সড়কে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিক রিকশা বন্ধের যে আদেশ দিয়েছেন তা উল্লেখ করে নোটিশে বলা হয়, আদালতের উক্ত আদেশ বাস্তবায়নের পাশাপাশি ঢাকা ছাড়াও দেশের প্রধান সড়ক-ফ্লাইওভারগুলোতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধ হওয়া আবশ্যক। তাই তিন দিনের ভেতর এই যানবাহনগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ