গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রবীণ এক নেতার কারা হেফাজতে মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া সাবেক শিক্ষক শফী উদ্দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া ডোয়াইপাখুরি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, কাপাসিয়া থানা পুলিশ ২৬ অক্টোবর রাতে শফী উদ্দিনকে ডোয়াইপাখুরীর নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাকে ২০২২ সালের ১৬ নভেম্বরের একটি পুরনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। থানা পুলিশ ওই সময় তার ১০ দিনের রিমান্ড চায়। অসুস্থ ও বয়োবৃদ্ধ শফী উদ্দিনকে আদালত তাকে কারাগারে পাঠায়।
শফী উদ্দিন শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত কারণে কারা হেফাজতে গাজীপুর সদর ও ঢাকা মেডিক্যালে কয়েক দফা চিকিৎসাধীন ছিলেন।
সবশেষ ১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।
হেলাল উদ্দিন নামে এক স্বজন মোবাইল ফোনে জানান, শফী উদ্দিন প্রায় দশদিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকেল ৩টার পর তিনি মারা যান।
কারা হেফাজতে বিএনপি নেতা শফী উদ্দিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা ও সাধারণ সম্পাদক মাসুম সরকার।
শফী উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা।