ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৬:৪২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৬:৪২:৫৪ অপরাহ্ন
আলোচিত সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার ছবি:সংগৃহীত
ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও বিএনপির সাবেক নেতা ব্যরিস্টার শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছেন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হামলার শিকার হয়ে রাজাপুর থানায় মামলা করতে গেলে গেলে তিনি গ্রেপ্তার হন।

জানা গেছে, এদিন সকালে শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, ‘সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় শাহজাহান ওমরের গোডাউনঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলায় বাড়ির বাইরের অংশের তিনটি কাচের গ্লাস ভেঙে যায়।উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ