ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আইপিএলে আগামী তিন মৌসুমের সব ম্যাচ খেলার প্রতিশ্রুতি সাকিবের

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:০২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:০২:১১ অপরাহ্ন
আইপিএলে আগামী তিন মৌসুমের সব ম্যাচ খেলার প্রতিশ্রুতি সাকিবের ছবি:সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন মৌসুমের সবগুলো ম্যাচে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও এমন সিদ্ধান্তে নাকি এসেছে সবুজ সংকেত।ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

 আইপিএল চলাকালীন বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ থাকায় অনেক বিদেশি ক্রিকেটারকে মৌসুমজুড়ে পায় না ফ্র্যাঞ্চাইজিগুলো। সমস্যা কাটিয়ে উঠতে এবার ভিন্ন এক পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী তিন মৌসুমের সূচি একসঙ্গে প্রকাশ করেছে তারা। একইসঙ্গে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে এমন ক্রিকেটারদের নাম চেয়েছে আইপিএল কর্তৃপক্ষ, যারা পুরো মৌসুমের জন্য অ্যাভেইলেবল থাকবেন।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও এসেছিল সেই তালিকা পাঠানোর বার্তা। যেখানে সাকিবকে আগামী তিন মৌসুমের সবগুলো ম্যাচের জন্যই অ্যাভেইলেবল বলে বিসিসিআইকে জানিয়েছে বিসিবি। সাকিবও ২০২৫ থেকে শুরু করে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সবগুলোর ম্যাচে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
 মূলত টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আপাতত জাতীয় দলের হয়ে কেবল ওয়ানডেতেই খেলবেন সাকিব। যদিও এক বছরের বেশি সময় ধরে লাল সবুজ জার্সিতে এ সংস্করণেও দেখা যায়নি তাকে। ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। এরপর আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে হয়তো ৫০ ওভারের সংস্করণকেও বিদায় জানাবেন ৩৭ বছর বয়সি এ অলরাউন্ডার।
 
আর আইপিএলের আগামী মৌসুমও শুরু হবে ২০২৫ সালের ১৪ মার্চ থেকে। ফলে জাতীয় দলের বাধ্যবাধকতা না থাকায় খেলতে সমস্যা নেই তার। পরবর্তী মৌসুমগুলোতেও অ্যাভেইলেবল থাকবেন তিনি। কিন্তু এ বয়সে ফিটনেস আর পারফরম্যান্স ধরে রেখে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগটিতে জায়গা করে নিতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।
 শোনা যাচ্ছে, সাকিব ছাড়াও আরও ১২ ক্রিকেটারের তালিকা পাঠিয়েছে বিসিবি। যেখানে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং পেসার শহিদুল ইসলাম।
 
জানা গেছে, এদের মধ্যে যারা আইপিএলে দল পাবেন, তারা আইপিএলের আগামী তিন মৌসুমজুড়ে খেলবেন। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে সাকিব ছাড়া আর কাউকেই তিন মৌসুমের সবগুলো ম্যাচের জন্য নিশ্চিত করেনি বিসিবি।
  এদিকে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের সব ক্রিকেটারকেই এই তিন মৌসুমে পুরো সময়টায় পাবে আইপিএলের দলগুলো। আগামী তিন মৌসুমের জন্য ১৮ জন ক্রিকেটারের প্রাপ্যতা নিশ্চিত করেছে ইংল্যান্ড।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ