ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

ফুলবাড়ীতে বড় দিন উপলক্ষে দুস্থদের মাঝে ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের বস্ত্র বিতরণ

অমর চাঁদ গুপ্ত অপু ফুলবাড়ী, দিনাজপুর।
আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১২:২৬:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৩ ০১:০২:৩৪ পূর্বাহ্ন
ফুলবাড়ীতে বড় দিন উপলক্ষে দুস্থদের মাঝে ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের বস্ত্র বিতরণ ছবি:ভয়েস প্রতিদিন
খ্রিষ্ট ধর্মালম্বীদের শুভ বড় দিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটিস্থ ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) আলোচনা সভাসহ দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

খ্রিষ্ট ধর্মালম্বীদের শুভ বড় দিন উপলক্ষে রাঙামাটি গ্রামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খ্রিষ্টধর্মালম্বী সমাজসেবক ল²ণ রাম টুডু।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ ও ট্রিনিটি লুথারেন চার্চের পাস্টর ধীরেন হাঁসদা।

এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রিনিটি লুথারেন চার্জ ট্রাস্টের সদস্য বাবুলাল হাঁসদা মাস্টার।শেষে শুভ বড় দিন উপলক্ষে ট্রিনিটি লুথারেন চার্জ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার খ্রিষ্ট ধর্মালম্বী দুস্থদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে খ্রিষ্ট ধর্মালম্বী নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ