ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:২৩:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:২৩:৫৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক ছবি:সংগৃহীত
বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বুধবার মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করা হয়।

এসময় ভারতীয় ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয় এবং পরে ওই মাছ নিলামে এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। 
বৃহস্পতিবার ভারতীয় ওই জেলেদের বাগেরহাটের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেয়ার সময় একটি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করে। ওই জেলেরা বাংলাদেশে জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। বুধবার রাতেই ওই জেলেদের মোংলা কোস্ট গার্ড ঘাটিতে আনা হয়। ভারতীয় ওই ট্রলারে বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়েছে।তিনি আরও জানান, আটক ভারতীয় ১৬ জেলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ এবং মাছ ধরার অপরাধে সমুদ্র মৎস্য আইন ২০২০ সালের ২৫ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়। আটক ভারতীয় জেলেদের বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠায়। 

এর আগে ১৭ অক্টোবর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে মোংলা কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ