ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

এক চার্জে ১০৪ কিলোমিটার ছুটবে এই স্কুটার

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৪:৩৪:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৪:৩৪:২০ অপরাহ্ন
এক চার্জে ১০৪ কিলোমিটার ছুটবে এই স্কুটার ছবি:সংগৃহীত
বৈদ্যুতিক গাড়ি, বাইকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এজন্য বিভিন্ন সংস্থা বৈদ্যুতিক বাইক, স্কুটার আনছে বাজারে। হোন্ডা শিগগির তাদের বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির হচ্ছে। সংস্থার দাবি, এই স্কুটার এক চার্জে ১০৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

হোন্ডার এই বৈদ্যুতিন স্কুটারে থাকবে ২টি রাইডিং মোড- স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট। এই স্ট্যান্ডার্ড মোডে হোন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারে আপনি একবার ফুলচার্জে ১০৪ কিমি রাস্তা যেতে পারবেন। তবে স্পোর্ট মোডে যেহেতু এই স্কুটার আরও বেশি শক্তি ব্যয় করবে, ফলে এর মাইলেজ খানিক কমতে পারে এই মোডের জন্য।হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক অনেক ডিসপ্লে ভ্যারিয়ান্টের সঙ্গে বাজারে আসবে। টিজারে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ডিজিটাল ডিসপ্লে যা এর বিভিন্ন ট্রিমের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

হোন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন ভার্সনে রয়েছে রাইডার ইন্টিগ্রেটেড নেভিগেশনের সুবিধে যা সহজেই যে কোনো রুট খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া রাইডার তার পছন্দ অনুযায়ী গানও চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারেন এর মাধ্যমে। এই স্কুটারে থাকবে ডুয়াল রাইডিং মোড যার মধ্যে স্পোর্টস ও স্ট্যান্ডার্ড মোড থাকবে।এছাড়াও গ্রাহকরা এই স্কুটারে ব্যাটারির শক্তি ও কত খরচ হলো তার রিয়েল টাইম আপডেট পাবেন। হোন্ডার দুটি জনপ্রিয় এবং বেস্টসেলার স্কুটার অ্যাক্টিভা এবং ডিওর মডেলে ঠিক যেমন ইন্টারনাল কমবাশন ইঞ্জিন রয়েছে, সেভাবেই নতুন এই বৈদ্যুতিক স্কুটারেও একই ফিচার্স থাকবে বলে জানা গিয়েছে।শোনা যাচ্ছে, এই বৈদ্যুতিক স্কুটার আগামী ২০২৫ সালে বাজারে আসবে। এরই মধ্যে এই স্কুটারের প্রোডাকশন লাইন আপ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বর থেকে শুরু হবে উৎপাদন এবং মার্চ ২০২৫-এ ভারতের বাজারে লঞ্চ হবে এই স্কুটার। এই স্কুটারের দাম শুরু হতে পারে ভারতীয় বাজারে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার রুপি পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ