তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেননি: নাছির উদ্দিন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৩-১১-২০২৪ ০৫:০১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৪ ০৫:০১:৪৪ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেননি। ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের নির্বাচন ও ২০২৪ সালে পাতানো নির্বাচন। এদেশের মানুষকে পরপর তিনটি জাতীয় নির্বাচনে ভোট দেয়া থেকে নিবৃত করে রাখা হয়েছে। মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাছির উদ্দিন বলেন, ‘বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশে এখন থেকেই রাজত্ব কায়েম করত।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা ফ্যাসিবাদের দোষর ছিল, এ অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য দ্রব্যমূল্য বাড়াচ্ছে। শুধু ফ্যাসিবাদ তৈরি করে দেশের মানুষকেই হত্যা করেনি শেখ হাসিনার সরকার, সাড়ে ১৫ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের গুম করেছে। রাষ্ট্রের প্রতিটি বিভাগকে ক্ষতিগ্রস্ত করেছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এসব সমস্যার সমাধান করতে পারে জনগণের নির্বাচিত সরকার। তাই সুষ্ঠু নির্বাচনের কাঠামো তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন নাছির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি তুরাগ খান, সাধারণ সম্পাদক সাইদুর বেপারী, যুগ্মআহ্বায়ক মতিউর রহমান, শিবচর পৌর ছাত্রদলের সভাপতি মো. সিহাব খান, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খানসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স