ভারতীয় বাদশা কি পাকিস্তানের জামাই হচ্ছেন?
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৩-১১-২০২৪ ০৫:০৪:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৪ ০৫:০৪:১৮ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
সম্প্রতি বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা দুবাইয়ের একটি কনসার্টে পারফর্ম করেন। সেখানে হাজির হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আগে থেকেই গুঞ্জন ছিল বাদশার সঙ্গে হানিয়ার প্রেমের। কনসার্ট ঘিরে সেখানে কিছু সুন্দর সময় কাটান এ জুটি। সে মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশও করেন অভিনেত্রী। শোনা যাচ্ছে ভারতীয় এই গায়ক পাকিস্তানের জামাই হতে চলেছেন।
কনসার্টে দেখা হওয়ার পর প্রকাশ্যেই পাক সুন্দরীকে জড়িয়ে ধরেন ভারতীয় র্যাপার। যা তাদের প্রেমচর্চার আগুনে ঘি ঢেলেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া বাদশা ও হানিয়ার সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, হানিয়া ও বাদশা হাত জোড় করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন। এরপর বাদশা হানিয়ার কাছে এসে তাকে বাহুডোরে আগলে নেন। মঞ্চে যাওয়ার আগে বাদশা সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘হানিয়ার জন্য একটু আওয়াজ করুন।’ এরপর থেকে নেটিজেনরা ভেবে বসেন ভারতীয় এই গায়ক হানিয়াকে জীবনসঙ্গী করতে চলেছেন!
এর আগে লন্ডনে গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়েছিলেন হানিয়া। সেখানেও বাদশাও উপস্থিত ছিলেন যিনি দিলজিৎ দোসাঞ্জের সাথে মঞ্চ ভাগ করেছিলেন। সেখানেও হানিয়ার সঙ্গে বাদশার অন্তরঙ্গতা ফুটে উঠে। সে থেকেই ধারণা, প্রেমের সম্পর্কেই আছেন বাদশা-হানিয়া।
যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা এই প্রেমের গুঞ্জনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। তাহলে হানিয়ার সাথে তার সমীকরণ কী, সে যুক্তিতে বাদশা বলেন, ‘হানিয়া আমার খুব ভাল বন্ধু, এবং আমাদের মধ্যে একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমরা যখনই দেখা করি তখন আমরা অনেক মজা করি এবং এটুকুই। সে তার জীবনে সুখী আর আমি আমার জীবনে। আমাদের সমীকরণটি দুর্দান্ত, তবে লোকেরা প্রায়ই এটির ভুল ব্যাখ্যা করে এবং তবে তারা যা বিশ্বাস করতে চায় তা দেখতে পায়।’
এদিকে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে তার সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দেন হানিয়া। তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম।’
তিনি আরও বলেন, বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তিত্বের বাইরেও তিনি এত ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি…. আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস এবং সে কারণেই আমরা বন্ধু।’
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স