ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:১৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:১৪:৪৪ অপরাহ্ন
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু ছবি:সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে একটি দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিক্ষার্থী হলেন- মো. মুস্তাকিম মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩ ) ও জুবায়ের রহমান (২৩)।

জানা গেছে, বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী বার্ষিক পিকনিক বা বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। পথে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে একটি আঞ্চলিক সড়কে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিক্ষার্থী মারা যান।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হাসপাতালে তিনজনের মরদেহ আছে। আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ