ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকের নাম হচ্ছে ‘মুগ্ধ সরোবর’

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১১:২৪:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১১:২৪:৩০ পূর্বাহ্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকের নাম হচ্ছে ‘মুগ্ধ সরোবর’
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লেকের নতুন নামকরণ করা হবে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের নামে। লেকটির নতুন নাম হবে ‘মুগ্ধ সরোবর’।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কথা জানান। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইটও তার ফেসবুক এ নিয়ে একটি পোস্ট দেন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকালে উপাচার্য লেকটির নাম পরিবর্তনের কথা জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম স্থান হলো এই লেক। এটি ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। লেকটি ‘মফিজ লেক’ বা বিশ্ববিদ্যালয় লেক হিসেবে পরিচিত ছিল।

উপাচার্য বলেন, আমি বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলেছি। আর লেকটির নাম ‘মুগ্ধ সরোবর’ রাখার প্রস্তাব করেছি। এর আগেও আমি বোটানিক্যাল গার্ডেনের নাম জুলাই আন্দোলনের সঙ্গে মিল রেখে ‘জুলাই উদ্যান-২৪’ করেছি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আর এই আন্দোলনের স্প্রিরিট ধারণ করে আগামীতেও কাজ করতে চাই। এ আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন সমাজ গঠন করা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সবার সহযোগিতা নিয়ে একত্রে কাজ করবো।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ