ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গণমাধ্যমে ভাঙচুর বরদাশত করা হবে না: তথ্য উপদেষ্টা

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৮:০৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৮:০৩:৫৩ অপরাহ্ন
গণমাধ্যমে ভাঙচুর বরদাশত করা হবে না: তথ্য উপদেষ্টা ছবি:সংগৃহীত
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ থাকলে প্রকাশ করতে পারে কিন্তু ভাঙচুর বরদাশত করা হবে না।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

 
উপদেষ্টা নাহিদ বলেন, ‘প্রথম আলোর অফিসে যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ রকম কোনো ঘটনা বরদাশত করা হবে না।’
 
রাজধানীতে কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজশিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেন, ‘একদিনে এতগুলো ঘটনা স্বাভাবিক নয়। এগুলোর ইন্ধনের পেছনে কারা জড়িত আমরা তদন্তের চেষ্টা করছি।’ 
তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকের মধ্যে বিপ্লবী মনোভাব বিরাজ করছে। আমরা সেগুলো ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানাব। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা রাখার জায়গা আছে।’
 
এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নাহিদ বলেন, ‘যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল। পুলিশ একটি পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ আগের ভূমিকা নিলে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।’
 
সমসাময়িক বিষয় নিয়ে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ।
 
গত এক সপ্তাহ ধরে রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সোমবার রাজশাহীতে প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ