ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

বিএনপি সন্ত্রাসী সংগঠন তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে,বরিশালে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৯-১২-২০২৩ ১১:৪৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৩ ১২:৪৫:০৩ পূর্বাহ্ন
বিএনপি সন্ত্রাসী সংগঠন তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে,বরিশালে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি:বরিশালে নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,সংগৃহীত


আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে।
 

শুক্রবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপিকে মানুষ আর চায় না মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘২০১৩-১৪ সালের পর আবার ওরা অগ্নি-সন্ত্রাস শুরু করেছে। ওরা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। আমি ধিক্কার জানাই ওই বিএনপি-জামায়াতকে।

‘আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ পোড়ানোয়। তাদেরকে কি মানুষ চায়? তাদের আর চায় না।’
 

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি তখন বিএনপি-জামায়াত করে অগ্নিসন্ত্রাস। ট্রেনের বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে মা ও সন্তানকে পুড়িয়ে মারে।তরুণদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তিই বাংলাদেশের অগ্রগতি। নতুন ভোটার যারা তাদের কাছে আমার আহ্বান- নতুন করে ভোট দিতে আসবেন; নিশ্চয়ই চাইবেন না আপনার ভোট ব্যর্থ হোক। কাজেই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।
 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। এরপর বেলা ৩টায় বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে আসেন তিনি। নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এ সময় ছোট বোন শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ