ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মেগা নিলামে অবিক্রীত মোস্তাফিজ

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৮:২৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৮:২৪:০৭ অপরাহ্ন
মেগা নিলামে অবিক্রীত মোস্তাফিজ ছবি:সংগৃহীত
দীর্ঘ অপেক্ষার পর প্রথম বাংলাদেশি হিসেবে মেগা নিলামের দ্বিতীয় দিনে তোলা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। তবে টাইগার পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।
সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় দিনের মতো চলছে আইপিএলের ১৮তম আসরের মেগা নিলাম। যেখানে দর কষাকষির জন্য উপস্থাপন করা হয়েছিল মোস্তাফিজকে। কিন্তু ২ কোটি ভিত্তিমূল্যের এ  পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ।

সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ফিজ। টানা চার মৌসুম পর এবার দল পেলেন না ২৯ বছর বয়সি এ বোলার।চেন্নাই সুপার কিংসের আগে ২০২২ ও ২০২৩ সালে; টানা দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ফিজ। গত তিন আসরে তাকে ২ কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল চেন্নাই ও দিল্লি। এর আগে ২০২১ সালে ১ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যাল। তার আগে ২০১৮ সালে ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি।
 
মোস্তাফিজের আইপিএল অভিষেকটা অবশ্য শুরু হয়েছিল স্বপ্নের মতো। ২০১৬ সালেই সানরাইজার্স হায়দরাবাদের জার্সি গায়ে জড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পরের মৌসুমেও দলটির হয়ে খেলেছিলেন তিনি। তাকে ১ কোটি ৪০ লাখ রুপি খরচে দলে নিয়েছিল তারা।
 
সব মিলিয়ে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন নিজের আইপিএল ক্যারিয়ারে। কিন্তু এমন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে এবার কারও নজর কাড়তে পারেনি তিনি। অবশ্য ফিজের আগের সে ধারও এখন নেই।তবে কোনো দল চাইলে নিলামের শেষদিকে আবার কিনে নিতে পারবে মোস্তাফিজকে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ