বিএনপি নেতাদের বিরুদ্ধে গুজব ছড়ানো
সাটুরিয়ায় মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ০৯:২৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৪ ০৯:২৭:২০ অপরাহ্ন
এ্যাড.শফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ সাটুরিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা ডাক বাংলোতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার।
গত কয়েকদিন ধরে একাধিক ভূয়া আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অবৈধ লেনদেনসহ বিভিন্ন কুৎসা রটনা করে অপপ্রচার চালিয়ে আসছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা ও সাটুরিয়া উপজেলা বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানান দলীয় নেতাকর্মীরা। ভবিষ্যতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফেইজ বুকে মাধ্যমে মিথ্যে গুজব না ছড়াতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে সাটুরিয়া উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SM Sohel
কমেন্ট বক্স