ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

দাদা রাজ কাপুরের ‌যে সিনেমাটি রিমেক করতে চান রণবীর

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:২২:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১১:২২:২২ পূর্বাহ্ন
দাদা রাজ কাপুরের ‌যে সিনেমাটি রিমেক করতে চান রণবীর
বলিউড অভিনেতা রণবীর কাপুর তার দাদা কিংবদন্তি রাজ কাপুরের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। দাদার সিনেমার ভক্ত তিনি। তবে ‘শ্রী ৪২০’ ছবিটাকে তিনি স্পেশাল মনে করেন। তাই কখনো সুযোগ হলে এই ছবিটারই রিমেক করতে চান তিনি। সেইসঙ্গে দাদার চরিত্রে নিজে অভিনয়ও করতে চান।

সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এমন কথা জানান রণবীর। রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশেষ সেশন রাখা হয়েছিল উৎসবটিতে। সেখানেই আলোচনায় অংশ নেন এই অভিনেতা।

পরিচালক রাহুল রাওয়েইল রাজ কাপুরের সিনেমা রিমেকের ব্যাপারে রণবীরের কাছে জানতে চান। তখন অভিনেতা বলেন, ‘আমি রিমেকের পক্ষে নই। আমি বিশ্বাস করি একটি চলচ্চিত্র তার সর্বোত্তম সক্ষমতা অনুযায়ী তৈরি করা হয়। সেটিতে পুনরায় হাত লাগানো উচিত নয়। তার উপর রাজ কাপুরের মতো তারকার ছবি। তবে যদি রিমেক করতেই হয় আমি ‘শ্রী ৪২০’ ছবিটি বেছে নেবো। এটি আমার প্রিয় ছবি।’

বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের সদস্য রণবীর কাপুর বলেন, রাজ কাপুরের সিনেমাগুলো তাকে অভিনয়ে আসতে অনুপ্রাণিত করেছে। তার অভিনয়ে খুবই প্রভাব রয়েছে দাদার অভিনয়ের। একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার আগ্রহ তৈরি হয়েছে রাজ কাপুরের জন্যই। তিনি ১৯৫৬ সালের ‘জাগতে রাহো ছবির কথা উল্লেখ করেন। এই ছবিটি তাকে সিনেমার গভীরতা বোঝাতে সহায়তা করেছে।

এছাড়া, রণবীর তার পরিচালনার প্রতি আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার দাদা ২৪ বছর বয়সে ‘আগ’ নামক একটি সিনেমা পরিচালনা করেন। অভিনয়, প্রযোজনা, লেখা এবং সম্পাদনা- একসঙ্গে তিনিই করেছিলেন। আমি আজ ৪২ বছর বয়সী। তবে এখনও পরিচালনার সাহস পাইনি। আমি অপেক্ষা করছি এমন একটি গল্পের জন্য যা আমাকে পরিচালক হতে সবরকম সাহস দেবে।’

রণবীর মনে করেন, একজন পরিচালকের তখনই সিনেমা তৈরি করা উচিত যখন তার হাতে বলার মতো একটি গল্প থাকবে।

প্রসঙ্গত, রণবীর কাপুরকে শেষবার ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা। এছাড়া অভিনেতার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটিও। সেখানে তার সঙ্গে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। যশরাজ ফিল্মসের ‘ধুম ৪’- এও রণবীরকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ