ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সোনামসজিদ দিয়ে আলু-পেঁয়াজ আমদানি বন্ধে, দাম বেড়েছে

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১১:৫৯:২৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১১:৫৯:২৪ পূর্বাহ্ন
সোনামসজিদ দিয়ে আলু-পেঁয়াজ আমদানি বন্ধে, দাম বেড়েছে ছবি:সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এমনকি আগের এলসি (ঋণপত্র) করা পণ্যও আটকে দিয়েছে প্রতিবেশী দেশটি। এ খবরে দফায় দফায় জেলায় আলু ও পেঁয়াজের দাম বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। শিবগঞ্জ কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল বলেন, গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার কিনতে হয়েছে ৮০ টাকা কেজি। তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজি বিক্রি করছি। বুধবার কয়েক জনের কাছে পেঁয়াজ না পাওয়ায় ৫ টাকা বেশি দিয়ে কিনলাম। দাম আরও বাড়তে পারে। খুচরা আলু ব্যবসায়ী আতাউর রহমান জানান, আলুর দাম তেমন বাড়েনি। মঙ্গলবার বিক্রি করেছি ৭০ টাকা কেজিতে। আজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে বৃহস্পতিবার থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা। সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলোও দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে এখনও পযন্ত পেঁয়াজ এবং আলু ভর্তি কোন ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ