ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের দিনব্যাপী মালিক-শ্রমিকের মিলনমেলাসহ বার্ষিক বনভোজন
ছবি:ভয়েস প্রতিদিন
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের ফুলবাড়ী গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ, গুপ্তা এন্টারপ্রাইজ, গুপ্তা ব্রিক্স এবং দৈনিক দেশ মা সম্মিলিত প্রতিষ্ঠানের দিনব্যাপী মালিক ও শ্রমিকের মিলনমেলাসহ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজারামপুরস্থ ফুলবাড়ী গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ চত্বরে আয়োজিত দিনব্যাপী মালিক-শ্রমিকের মিলনমেলাসহ বার্ষিক বনভোজন উপলক্ষে নানা ধরনের খেলাধূলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় আয়োজিত মিলনমেলার আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ৮ম বারের মতো নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সহধর্মীনি মিসেস রেজিনা রহমান, জ্যেষ্ঠ কন্যা ফারহানা রহমান মুক্তা, কনিষ্ঠ কন্যা ফারজানা রহমান শিমলা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত। সভা পরিচালনা করেন গণমাধ্যমকর্মী আশরাফ পারভেজ।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত বলেন, গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ, গুপ্তা এন্টারপ্রাইজ, গুপ্তা ব্রিক্স এবং দৈনিক দেশ মা পত্রিকা সম্মিলিত প্রতিষ্ঠানের মিলনমেলা ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালিক ও শ্রমিক সকলেই বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে।
এতে মালিক ও শ্রমিকের দূরত্ব যেমন কমবে, তেমনি প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে। এটি প্রতি বছর পালন করা গেলেও মাঝে করোনা কালীন সময়ে বন্ধ রাখতে হয়েছিল। বন্ধের পর এবার দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা।
শুধু মালিক, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারিই নয়, এতে গুপ্তা পরিবারের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছিলেন। শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain
কমেন্ট বক্স