শুটিংয়ে অমিতাভের গায়ে হাত তোলেন অবিনাশ!
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
২৯-১১-২০২৪ ০৮:২৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৪ ০৮:৩৫:১৬ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
বলিউডের শাহেনশাহ বলে খ্যাত বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সামনে দাঁড়াতে অনেকেই ভয় পান। আর সেই অভিনেতার গায়েই শুটিংয়ে সবার সামনে হাত তোলেন আরেক অভিনেতা অবিনাশ তিওয়ারি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, অমিতাভের গায়ে হাত তোলার অস্বস্তির কথা সম্প্রতি মিডিয়ায় প্রকাশ করেছেন এ প্রজন্মের অভিনেতা অবিনাশ।এক সাক্ষাৎকারে অবিনাশ বলেন, ‘যুদ্ধ’-এর শুটিং চলছিল। অমিতাভ বচ্চনের সঙ্গে আমার লড়াইয়ের দৃশ্য। ওটাই ছিল আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আর সেখানেই ঘটে বিপত্তি।
অবিনাশ আরও বলেন, অমিতজি আমাকে একটা ঘুষি মারতে আসবেন। কিন্তু আমি এড়িয়ে গিয়ে পাল্টা ঘুষি মারব। এমনই ছিল সেই দৃশ্য। কিন্তু ভুল করে আমি ওনার মাথায় ঘুষি মেরে দিই। কী যে অস্বস্তি হয়েছিল, বলে বোঝাতে পারব না। এখনও মনে পড়লে অস্বস্তি হয়।লড়াইয়ের সে দৃশ্যে অমিতাভ যখন মাথায় আঘাত পান তখন শুটিংয়ের সবাই থমকে যান। এক মুহূর্তেই থমথমে হয়ে ওঠে পরিবেশ। এমন পরিস্থিতিতে অবিনাশ ঘাবড়ে গেলে অবশ্য অমিতাভ তাকে অভয় দেন।এখনও লড়াইয়ের দৃশ্যে বাজিমাত করতে দেখা যায় ৮২ বয়সি অমিতাভকে। সর্বশেষ ‘কল্কি ২৮৯৮ এডি’তে অভিনেতা প্রভাসের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছিল অমিতাভকে। যা নজড় কেড়েছিল দর্শক ও নেটিজেনদের।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স