খুবি শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল বাস, সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৯-১১-২০২৪ ০৮:৩০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৪ ০৮:৩০:৩৬ অপরাহ্ন
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পাই মে মারমা (৪০)।স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাই মে মারমার।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ডাকবাংলো এলাকায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাই মে মারমা নামে এক যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশার চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী।
তিনি আরও জানান, বাসটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা শিক্ষা সফরে বান্দরবান যাচ্ছিলেন। তাদের তেমন কোনো ক্ষয়ক্ষিত হয়নি। বাসের চালক ও হেলপারকে আটক করে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স