ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

স্মার্টফোনের যেসব ফিচারের ব্যাপারে অনেকেই জানে না

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:২৪:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:২৪:১৪ পূর্বাহ্ন
স্মার্টফোনের যেসব ফিচারের ব্যাপারে অনেকেই জানে না
স্মার্টফোন এখন সব কাজেই ব্যবহার করা যায়। সারাক্ষণের সঙ্গী স্মার্টফোনে শুধু দূর দুরান্তে যোগাযোগ করাই নয়, পানির বিল থেকে শুরু করে নাটক সিনেমা দেখা সবই হচ্ছে। তবে স্মার্টফোনে আরও অসংখ্য ফিচার রয়েছে। যার অনেকগুলো আমাদের অজানাই থেকে যায়। আবার জানা থাকলেও সময়মতো ব্যবহার করছেন না।

এমনই কয়েকটি ফিচার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
১. ফোন হারিয়ে গেলেও তা কোথায় আছে জানতে পারবেন অনায়াসে। ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস অপশন সেটার অপশনে বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।

২. কাউকে আপনার ফোন ব্যবহার করতে দেওয়ার আগে জরুরি তথ্য গোপন রাখুন। ল্যাপটপের মতো মোবাইলের গেস্ট মোড অন করে দিন। ফোনের ব্যবহারকারী আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এবার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন। যেগুলো প্রয়োজন সিলেক্ট করে নিন।

৩. চোখের সমস্যা থাকলে ফোনের ছোট আইকন দেখতে সমস্যা হয়। আপনার ফোন ডিসপ্লের যে কোনো অপশন বড় করে দেখতে পাবেন। সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এবার যে কোনো আইকন জুম করে দেখতে পারেন।

৪. গাড়ি চালানোর সময় বা কোনঘ কাজে ব্যস্ত থাকলেও অনেক সময় ফোন ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। এই সময় হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন। ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’। এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন।

৫. বেশি ফোন ব্যবহার করলে অনেক ব্যাটারিও খরচ হয়। তবে বেশিক্ষণ ফোনের ব্যাটারি ধরে রাখতে ফোনের হোমস্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের রং বদলে কালো করে ফেলুন। রঙিন ছবি বা ভিডিও স্ক্রিনসেভার রাখবেন না।

সূত্র: অ্যাসিউরিওন

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ