গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরায় এবং নৌকায় ভোট চাওয়ায় উৎসব অনুষ্ঠান বর্জন করেন এবং বই বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে।
সোমবার (০১ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৌকার প্রার্থী সহ স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুহানুর রহমান মনির খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছে। এবং তার মধ্যে জানুয়ারির ১ তারিখে সারা বাংলাদেশে বই বিতরণের উৎসবের ব্যবস্থা করেছে। এতে অভিভাবক সহ শিক্ষার্থীরা খুব আনন্দিত হয়। তাই এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে অভিভাবকদের কাছে ভোট চেয়েছিলাম। এতেই ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার ক্ষিপ্ত হয়ে যায়। এবং সবার সাথে খারাপ ব্যবহার করে বই বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চলে যান।
ওই শিক্ষা প্রতিষ্ঠানের আরেক অভিভাবক সদস্য আব্দুর রহমান তুতা মিয়া জানান, সরকারের উন্নয়নের কিছু চিত্র তুলে ধরে বক্তব্য রাখার সময় ভাওয়ালগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের এমন আচরণে আমরা ক্ষুব্ধ। এই সালাউদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করে চেয়ারম্যান হয়েছে। আজ ইনি নৌকার কথা শুনে এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় বিভিন্ন অভিভাবক সহ শিক্ষার্থীদের সাথে কথা বললে তারাও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম বি.এস.সি জানান, বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কথা তুলে ধরে অভিভাবকদের কাছে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সরকার ক্ষুব্দ হয়ে চলে যান। এতে অভিভাবক সহ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে তাদের বুঝিয়ে বই বিতরণ করা হয়।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান ভাওয়ালগর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার জানান, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে নৌকা এবং ট্রাকের উভয়পক্ষের লোকজন রয়েছে। এ সময় শিক্ষার্থীদের কাছে নৌকার পক্ষে ভোট চাওয়ায় ট্রাক মার্কার লোকজন ক্ষুব্দ হয়ে যায়। দুই পক্ষই যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে’জন্য আমি অনুষ্ঠান থেকে চলে আসি। পরে শিক্ষার্থীদের বই দিয়ে দেওয়া হয়েছে
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain