ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্স শো’

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:২৫:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:২৫:১৪ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্স শো’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে সায়েন্স শো ও পরিবেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলে এ শোর আয়োজন করা হয়।

সংগঠনটির ‘সায়েন্স শো অ্যান্ড সোশ্যাল অ্যওয়ারনেস’ বিষয়ক ৯ সদস্যের একটি টিম এ কর্মশালায় ১০টির বেশি শিক্ষামূলক ও বিজ্ঞানভিত্তিক এক্সপেরিমেন্ট উপস্থাপন করেন। যা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি করে।

এছাড়া স্কুলটিতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইংলিশ স্পিকিং ও ডিবেটিং প্রতিযোগিতা এবং এক্সপেরিমেন্ট শেষে কুইজের আয়োজন করা হয়।

রিভারডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সায়েন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

এসময় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ