ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৩৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৩৮:০৯ অপরাহ্ন
সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান প্রধান উপদেষ্টার ছবি:সংগৃহীত
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরো কার্যকরী করার নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ ডিসেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সার্ক অনেকটা ভুলে যাওয়া শব্দ। এটাকে যদি পুনরুজ্জীবিত করা যায়, তবে এটি পুরো অঞ্চলের মানুষকে লাভবান করবে।

মহাসচিব সারোয়ার অধ্যাপক ইউনূসকে সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন যে, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশীয় নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বান তাদের উৎসাহিত করেছে।

তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্র ও বিশেষায়িত সংস্থাগুলোর পরিচালনা পর্ষদ, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কর্মসূচি, এসডিজি, আঞ্চলিক সংহতকরণ, শুল্ক সহযোগিতাসহ সার্কের কার্যকরী পর্যায়ে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।অধ্যাপক ইউনূস এবং সার্কের মহাসচিব সংস্থার উন্নততর কার্যকারিতার জন্য পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বিভাগীয় মন্ত্রীদের বৈঠক এবং এমনকি নেতাদের শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এসময় অধ্যাপক ইউনূস মহাসচিব সারোয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ