ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়: তারেক রহমান

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:১০:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:১০:০৯ অপরাহ্ন
শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়: তারেক রহমান ছবি:সংগৃহীত
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালাসের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ওই পোস্টে তারেক রহমান বলেন, ‘সত্যের সৌন্দর্য হলো, এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।’
 
তিনি বলেন, ‘আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত-পথ ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়।’
তারেক রহমান বলেন, ‘সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ