রোকুনুজ্জামান খান:-
গাজীপুর-৩ আসনে (শ্রীপুর ও গাজীপুর সদর ) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক রুমান আলী টুসির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ। বিকেল গড়াতেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়৷ এতে হাজারো মানুষের ঢল নামে। মিছিলে মিছিলে প্রকম্পিত হতে থাকে জনসভার চারপাশ। সবার কন্ঠে প্রতিধ্বনিত হতে থাকে: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অধ্যাপক রুমানা আলী টুসি, নৌকা ইত্যাদি শব্দগুচ্ছ।
সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় নেতা রিয়াজ বাবু, মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কবি ও লেখক শাহান সাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল হক, সাধারন সম্পাদক নাসির মোড়ল,সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে টুসি বলেন, গাজীপুর সদর এলাকায় এটা আমার শেষ জনসভা, আমি আপনাদের সকলের কাছে নৌকা মার্কয় ভোট প্রার্থনা করছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প অন্য কিছু নেই। এছাড়া গাজীপুর সদর উপজেলার দীর্ঘদিনের গ্যাজেটভুক্ত জমির সমস্যার সমাধানেরও প্রতিশ্রুতি দেন অধ্যাপক রুমানা আলী টুসি।
সমাবেশে সঞ্চালনা করেন ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মো. লিটন মিয়া।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain