মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেয়ার আহ্বান
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৮:০৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৮:০৪:৪৭ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
মালদ্বীপে অবৈধ বাংলাদেশিদের দ্রুত বৈধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ শামান ওয়াহেদের সাথে তার অভিবাসন দফতরে সাক্ষাৎ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আসফান, চীফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন। এ সময় অবৈধ বাংলাদেশিদের দ্রুত বৈধতা দেয়ার আহ্বান জানান তিনি। এছাড়া অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে মালদ্বীপ অভিবাসন বিভাগের চলমান অভিযান, দক্ষ পেশাজীবী শ্রমিকদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, পাসপোর্টের তথ্য অনুযায়ী ভিসা সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা এবং ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধার বিষয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
হাইকমিশনারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বসবাসরত সকল প্রবাসী কর্মীকে দেশটির আইন মেনে চলার কথা জানান মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল। পাশাপাশি দেশটিতে ওয়ার্ক ভিসায় এসে কোনো প্রকার ব্যবসার সাথে যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স