ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও গ্রেফতার হয়নি: কারা মহাপরিদর্শক

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:৩২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:৩২:৩৪ অপরাহ্ন
পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও গ্রেফতার হয়নি: কারা মহাপরিদর্শক ছবি:সংগৃহীত
৫ আগস্টের পর ১১ জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গীসহ ১৭৪ জন অপরাধী জামিনে মুক্তি পেয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো ৭০০ জন গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।  

বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারাগারের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭টি অতি পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। কারাগারের বিভিন্ন দুর্বলতার কারণে বন্দিরা পালিয়েছে, তবে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিছু গণমাধ্যম কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিশেষ বন্দিদের কারাগারে মোবাইল ফোন ও আয়েশী জীবন-যাপন করার সুযোগ নেই। কারাগারের বাইরে হাসপাতালে সাবেক এক মন্ত্রীর হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে কারা হাসপাতাল নির্মাণ হলে এমন ঘটনা কমে আসবে বলেও মনে করেন কারা মহাপরিদর্শক। 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ