ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

গাজায় যুদ্ধবিরতিতে কাতারের প্রচেষ্টাকে স্বাগত জানালেন কিং চার্লস

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৮:৩৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৮:৩৬:৩৮ অপরাহ্ন
গাজায় যুদ্ধবিরতিতে কাতারের প্রচেষ্টাকে স্বাগত জানালেন কিং চার্লস ছবি:সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতির চুক্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডনে এক রাজকীয় রাষ্ট্রীয় ভোজসভায় রাজা চার্লস বলেন, কাতারের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং কূটনৈতিক প্রচেষ্টা অসাধারণ। 

ভোজসভায় উভয়দেশের যৌথ কূটনৈতিক প্রচেষ্টা, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন কাতারের আমির। তিনি বলেন, ব্রিটেন ও কাতার শুধু বন্ধু নয়, অংশীদারও। এদিন, শেখ তামিম বিন হামাদ আল থানি রাজা তৃতীয় চার্লসকে শান্তি প্রচেষ্টায় অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, জুলাইয়ে নির্বাচিত হওয়ার পর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর দিকে অত্যন্ত মনোযোগী। তিনি বলেন, কাতারের মতো ধনী বিনিয়োগকারীদের সাথে কাজ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগ্রহী। রাষ্ট্রীয় ভোজসভায় এদিন রাজনীতিবিদ এবং ডেভিড বেকহামসহ অন্যান্য সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ