ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আটক

নাশকতা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ১১:৪০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ১১:৪০:০৫ অপরাহ্ন
নাশকতা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
এড:শফিকুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভাংচুর ও অগ্নিসংযোগ নাশকতা মামলায় উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফাজ উদ্দিনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই বিষয়ে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো। পুলিশ জানান, ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপি'র নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন। এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ