বিসিএসসহ সব চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ১০:৩১:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ১০:৩১:১৭ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সকল চাকরির আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান।
বুধবার বিকেলে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মোখলেস উর রহমান বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারী সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।
আগামী ১ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। সিনিয়র সচিব জানান, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০।
বর্তমান নিয়ম অনুযায়ী, একজন চাকরি প্রার্থীকে বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য ৭০০ টাকা ফি দিতে হয়। আর মৌখিক পরীক্ষায় নির্ধারিত রয়েছে ২০০ নম্বর। চাকরির আবেদন ফি কমানোর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত ১৭ নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও একই তথ্য জানিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে।’
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স