শুভ্র পোশাকে উত্তাপ ছড়ালেন রুনা খান
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ১০:৪৮:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ১০:৪৮:৫০ পূর্বাহ্ন
দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খানের। ৪১ বছর বয়সে এসেও ভিন্ন ভিন্ন লুকে নেটদুনিয়ায় রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন রুনা। এবারও তার ব্যতিক্রম হলো না।
ইন্টারনেট দুনিয়ায় কখনও শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন আবার কখনও বা সাহসী পোশাকে আবেদনময়ী লুকে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান রুনা। এবার শুভ্র পোশাকে সবার নজর কাড়লেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন রুনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কভারের সাদা কন্যা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজি।
ওই ছবিগুলোর একটিতে দেখা যায়, রুনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকোন গাউন। অন্যটিতে স্লিভলেস গাউন এবং আরেকটি ছবিতে সাদা লং কোটির সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন অভিনেত্রী। ভারি মেকআপ আর সবগুলো পোশাকেই বেশ আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোজ দিয়েছেন রুনা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট মাত্রই শোরগোল পড়ে যায় নেটিজেনদের। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টসবক্সে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স