ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

নতুন বছরে প্রকাশ পেলো মিষ্টির মেরা দিল

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৪ ০৪:৫১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৪ ০৪:৫৩:৩৫ অপরাহ্ন
নতুন বছরে প্রকাশ পেলো মিষ্টির মেরা দিল ছবিঃভয়েস প্রতিদিন
বিনোদন ডেস্ক:-
নিজের জন্মদিন ও‌ নতুন বছর উপলক্ষে মিষ্টি মাদবর একটি হিন্দি মৌলিক গান প্রকাশ করছেন। মাদবর মিউজিক ওয়ার্ল্ড' এর ব্যানারে নির্মিত গানটির টাইটেল মেরা দিল( Mera Dil)।
 
মেরা দিল গানটি লিখেছেন পুস্পা বেগম, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মোশাররফ হোসেন সেতু। গানটির ভিডিও পরিচালনা করেছেন হেদায়েত উল্লাহ। কোরিওগ্রাফার ও ড্রোন ক্যামেরা পরিচালনায় ছিলেন নাসির উদ্দিন সনি এবং কালার এডিট করেছেন আলিফ।
 
চমৎকার মিউজিক ভিডিওটি মাদবর মিউজিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে চলতি সপ্তাহে প্রকাশ পেয়েছে।


 
এর আগেও মিষ্টি মাদবর বেশ কয়েকটি মৌলিক হিন্দি গান করেছেন, গানগুলো দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। খুব শীঘ্রই আসছে মিষ্টি মাদবরের কন্ঠে আরো বেশ কয়েকটি মৌলিক গান এমনটাই জানিয়েছেন কন্ঠশিল্পী ও অভিনেত্রী মিষ্টি মাদবর।
 
জানতে চাইলে মিষ্টি মাদবর বলেন, গানটির কথা ও সুর অসাধারন,সব মিলিয়ে দারুন একটি গান দর্শকদের জন্য উপহার দিলাম। আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।
 
তিনি আরো বলেন,একই সাথে গান,অভিনয় এবং নিজের ব্যাবসা কে এগিয়ে নিয়ে যাবো এবং সবাই কে সাথে নিয়ে পথচলায় নিজের অবস্থান কে পাকা পোক্ত করবো ইনশাআল্লাহ। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Monir Hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ