ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:২১:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:২১:২৩ অপরাহ্ন
কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর রমনা থানার কাকরাইল প্রধান বিচারপতির বাসার সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জে কে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা যায়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।


নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় বলে জানা গেছে।

এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই মো. সিরাজুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Iqbal Hasan

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ