ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

সবার প্রিয় মুখ

হালের প্রতিভাবান মডেল অভিনেতা রানা খান

বিনোদন রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৬:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৬:২২:৪১ অপরাহ্ন
হালের প্রতিভাবান মডেল অভিনেতা রানা খান
বিনোদন রিপোর্ট: হালের প্রতিভাবান মডেল ও অভিনেতা রানা খান,যিনি একাধারে সমানতাল কাজ করছেন মিউজিক ভিডিও সহ ছোটপর্দার বেশ কয়েকটি নাটক ও শটফিল্মে। এছাড়া ইতিমধ্যে তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও প্রশংসা কুড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম সহ দর্শকমহলে। রানাখানের মিডিয়াতে পদার্পণ হয় ১৯৯৭ইং সালে রংপুর থেকে। ছোট ছোট নাটিকার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে ২০০৭ইংসালে ঢাকা সাভার থেকে গানের মিউজিক ভিডিও মাধ্যমে পরিচিতি লাভ করেন। এপর্যন্ত রানা খান প্রায় অর্ধশতাধিক মিউজিক ভিডিওতে কাজ করেন,এর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বেশ কয়েকটি মিউজিক ভিডিও। তিনি দুইটি চলচ্চিত্রে হিরো হিসেবে কাজ করেছেন সিনেমা দুইটির নাম যদি তুমি জানতে ও সন্ত্রাসী রানা। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও নাটকের কাজ,সবমিলিয়ে বর্তমানে বেশ ব্যস্ততম সময় পার করছেন তিনি। রানা খান অভিনীত উল্লেখযোগ্য মিউজিক ভিডিও মধ্যে রয়েছে,লাল পানি,যুবরাজ,প্রেম মন্দির,সত্যি করে বলো তুমি,সোনা পাখি,গামছা পরা পোলা,আমি হইলাম না তোমার,আসেন না করি দেখা,ভাবী তোমার এতো দেবর কিসে দরকার, শিরোনামের গানগুলো। জানতে চাইলে রানা খান বলেন, ছোট বেলা থেকে অনেক দুষ্ট ছিলাম,আমার বাবা পুলিশে চাকুরী করতো, আমি বাবা কে খুব ভয় পাইতাম তাই চুরি করে নাটক করতে যাইতাম। তবে মা আমাকে খুব সাপোর্ট করতো। তিনি আরো বলেন, বর্তমানে আমি মৌ টিভির কর্ণধার সজীব অধিকারী দাদার হাত ধরে বেশ কয়েকটি মিউজিক ভিডিওর কাজ করতেছি,দাদা অনেক ভালো মনের মানুষ, তার জন্য সবাই দোয়া করবেন,এছাড়া আমাদের মৌ টিভি চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SM Sohel

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ