পরীক্ষা শেষে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ১০:৪১:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ১০:৪১:৪৪ অপরাহ্ন
বরগুনায় অবৈধ টাফির চাপায় ৭ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আজমেরী আক্তার মীম (১২)। সে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। মীম বামনা উপজেলার কালাইয়া নামক এলাকার আ. হালিমের মেয়ে। এ ঘটনায় টাফির চালক হাসানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনায় খবর পেয়ে নিরাপদ সড়কের দাবি চালকের শাস্তির দাবিতে বামনা-বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে প্রায় একঘণ্টা পর যৌথবাহিনী শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বার্ষিক পরীক্ষার ধর্ম বিষয়ের পরীক্ষা শেষ করে বাড়ি যাচ্ছিল আজমেরী আক্তার মীম। এসময় স্কুল গেট সংলগ্ন বামনা-বরিশাল মহাসড়কের বেতাগী উপজেলার জাফ্রাখালী ব্রিজ অতিক্রম করার সময় মীমকে পিছন থেকে আসা একটি পণ্যবাহী টাফি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মীম। পরে স্থানীয় এলাকাবাসী ও স্কুলের অন্য শিক্ষার্থীরা টাফি চালক হাসানকে আটকে রাখে সড়কে বিক্ষোভ করেন।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় টাফির চালক হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স