ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

পঞ্চগড়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৭:৫৪:৫১ অপরাহ্ন
পঞ্চগড়ে জমি চাষ করার সময় ট্রাক্টরের চাপায় এক শিশুর মৃত্যু ছবি:সংগৃহীত
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইউসুফ ওরফে সালমান (৬) গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিলো। জুমার নামাজ পড়ে বাড়িতে এসে শিশুটি ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে নিচে পড়ে যায়। ট্রাক্টরের চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায় চালক। পরে স্থানীয়রা জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

শিশুর চাচা সাইদার আলী জানান, দুপুরে শিশুটি খেলার সময় এ ঘটনা ঘটে।পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তিনি পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবেন।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ