ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

আওয়ামী লীগেকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে: সারজিস

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩৬:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩৬:২২ অপরাহ্ন
আওয়ামী লীগেকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশকে চুষে খেয়েছে: সারজিস
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সঙ্গে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সম্প্রীতি এবং সমতার। আগ্রাসনের কোনো সম্পর্ক থাকবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সারজিস আলম।  শহরের মালতীনগর এলাকায় শুক্রবার জুম্মা নামাজের আগে পারিবারিক এক আয়োজনে এসেছিলেন তিনি।পরে গণমাধ্যমের সঙ্গে নতুন বাংলাদেশের অগ্রগতি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।  


সারজিস বলেন, ‘যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিলেন, গত চার মাসে সেই স্বপ্নপূরণে বেশি অগ্রসর হতে পারেনি সরকার নানা কারণেই। বিশেষ করে এখনও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের অনেকেই থাকার কারণে পুরো রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সময় লাগছে কিছুটা।’ ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে সারজিস আলম বলেন, ‘গত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর সেই সুযোগ দেবে না।’

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ