ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক শেষ: হাসনাত

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:০২:০৩ অপরাহ্ন
শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক শেষ: হাসনাত ছবি:সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে হাসনাত বলেন, বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। সেই সময়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এ বিষয়ে নীরব ছিল। বরং তারা ফ্যাসিবাদি আওয়ামী সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন এবং মদত দিয়েছে।

তিনি বলেন, যখন একটি সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হয়েছে, তখন ভারত আমাদের দেশ ও জনগণের বিষয়ে অযাচিত হস্তক্ষেপ শুরু করেছে। বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে।
 
ভারতের দ্বিচারিতা এবং স্বার্থান্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বায়ক বলেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতজানু সম্পর্ক হাসিনার পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে।

ভবিষ্যতে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে, তার ইঙ্গিত দিয়ে হাসনাত বলেন, ’২৪-পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং চোখে চোখ রেখে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ