ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০, গুরুতর চার

নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:১৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:১৮:১৩ অপরাহ্ন
খাগড়াছড়ি পর্যটন কেন্দ্র সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ১০, গুরুতর চার ছবি:সংগৃহীত
পর্যটন কেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফিট নিচে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ১০ পর্যটক। তাদের মধ্যে গুরুতর আঘাত পেয়েছেন চার জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে সাজেকের হাউস পাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার অফিসার ইনচার্জ কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে  সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ গাড়ি উল্টে  সড়কে পাশে পাহাড়ে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে জাকির ,আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর।  তিনি জানান, আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। 

এ বিষয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি জানান, সকালে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন পর্যটক আসলে তাদের ৯ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অনেকটা আংশকা মুক্ত। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ