কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০৯:২৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১২-২০২৪ ০৯:২৫:৩০ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন। এর মধ্যে গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাস চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেয়ার পর আরো দুই জনের মৃত্যু হয়। তাদের মধ্যে এক জন শিশু ও দুই জন নারী।
দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ স্থানীয়দের বরাতে জানান, সকাল সাতটার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ উপ-পরিদর্শক মো. হেলাল জানান, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী মারা যান।আহত চালক ও অন্য যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরো দুই জনের মৃত্যু হয়। তারা হলেন- জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। কিন্তু বাকি দুই জন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় স্বজনরা আইনি ব্যবস্থা নেবেন।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স