সিরিয়ায় বিদ্রোহীদের দখলে দারা ও সোয়েদা শহর, চাপে আসাদ সরকার
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৭-১২-২০২৪ ০৯:৪৬:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১২-২০২৪ ০৯:৪৬:৩১ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা এবং সোয়েদা শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। এরই মধ্যে সেসব এলাকা থেকে সরে গেছে সিরীয় সেনাবাহিনী। দারা শহরটির পতন প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বাহিনীর জন্য গত এক সপ্তাহে চতুর্থ কৌশলগত ক্ষতি বলে মনে করা হচ্ছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের শুরুর দিকে দারায় একটি স্কুলের দেওয়ালে সরকারবিরোধী গ্রাফিতি লেখার জন্য কিছু ছেলেকে আটক ও নির্যাতন করা হয়। ওই বছরের এপ্রিল মাসে সরকার শহরটিকে অবরুদ্ধ করে, যা বিপ্লবকে সামরিক রূপ দেওয়ার একটি পদক্ষেপ হিসেবে দেখা হয়।শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় বিদ্রোহীরা দারা প্রদেশের ৯০ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, যার মধ্যে শহরটিও অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স