ভারতের ‘প্রতিশোধের’ ম্যাচের টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের
ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০৭:৫২:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৭:৫২:১৭ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ, হয়েছিল চ্যাম্পিয়নও। পরে আসরে অর্থাৎ রোববার দুবাইয়ে বাংলাদেশ-ভারতের ফাইনালটা টিম ইন্ডিয়ার জন্য মূলত ছিল প্রতিশোধের। কিন্তু ঘটনা ঘটলো উল্টোটা। উত্তেজনাকর ম্যাচটি জিতে এশিয়ো যুবাদের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বাংলাদেশ।
১৯৮ রানের পুঁজি খুব একটা বড় না হলেও সেই লক্ষে টিকতে পারলো না ভারত। আজিজুল হাকিমের দল জয় তুলো নিলো ৫৯ রানে। গত বছর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল বাংলাদেশ।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সংগ্রহ বড় হয়নি দলের। পাঁচ বল থাকতে ১৯৮ রানে অলআউট বাংলাদেশের যুবারা।
বাংলাদেশ যুবা দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ২০ রান করেন। তিনে নামা অধিনায়ক আজিজুল হক তামিম ১৬ রান করে সাজঘরে ফেরেন। চারে নামা মোহাম্মদ শিহাব জেমস খেলেন ৪০ রানের ইনিংস। পাঁচে নামা রিজান হোসেন সর্বোচ্চ ৪৭ রান করেন। উইকেটরক্ষক ফরিদ হাসান ৩৭ রান যোগ করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। দলীয় চার রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে। এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। দলীয় চার রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার ফাহাদ। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে।
এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে।৭৩ রানে তিন উইকেট থেকে ৮১ রানে যখন ছয় উইকেট নেই, তখন থেকে ম্যাচের পাল্লা ভারী হতে থাকে বাংলাদেশের দিকে। এরপর তারা আর বেশি দূর আগাতে পারেনি। ১৩৯ রানেই শেষ হয়ে যায় তাদের সবকটি উইকেট।বাংলাদেশের বোলারদের মধ্যে আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমন তিনটি করে, আল ফাহাদ দুটি এবং মারুফ মৃধা ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচন হয়েছেন পেসার ইকবাল হোসেন ইমন (৩/২৪)।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স