চুয়াডাঙ্গায় এক কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
ছবি:সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনা থেকে এক কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা ডুগডুগি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।আটক রুহুল আমিন দামুড়হুদা দর্শনা শ্যামপুর আজমপুরপাড়ার শেখ রফিকুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দর্শনা এলাকা দিয়ে ভারতে স্বর্ণপাচার হচ্ছে। দর্শনা বিওপির টহল দল কমান্ডার নায়েক জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা ডুগডুগি বাজারে অবস্থান নেয়। এ সময় এক যুবক মোটরসাইকেল নিয়ে দর্শনা অভিমুখে যাচ্ছিল। তাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে পালানোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের হেডনাটের চাবির কভারের ভেতর থেকে কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হবে। উদ্ধার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স