অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা অধ্যক্ষ মো. নবিউল ইসলামকে (৫৫) মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দিনাজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের বেজাই মোড় নামক স্থানে অভিযান চালিয়ে নবিউল ইসলামকে আটক করেছে। আটক নবিউল ইসলাম থানা পুলিশের রুজু করা নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী বলে জানিয়েছেন পুলিশ।
আটক নবিউল ইসলাম ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের রুদ্রানী গ্রামের মৃত মসলেম উদ্দিন মÐলের ছেলে, ফুলবাড়ী উপজেলা শাখা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এবং নবগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন।
তিনি বিএনপি’র প্রার্থী হিসেবে এলুয়ারি ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম বলেন, নবিউল ইসলাম ফুলবাড়ী থানার নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী হওয়ায় তাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর গোয়েন্দা পুলিশের একটি টহলদল নবিউল ইসলামকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ নভেম্বর ফুলবাড়ী থানার এসআই বদিউজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী উপজেলার বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ ১৯ জন বিএনপি’র নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নাশকতা মামলা রুজু করেছেন। ওই মামলায় ইতোপূর্বে ফুলবাড়ী পৌর শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল ইসলাম, একজন পৌর কাউন্সিলরসহ ৭জন নেতাকর্মী আটক হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Monir Hossain