ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ |

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন

ভয়েস প্রতিদিন ডেস্ক
আপলোড সময় : ১০-১২-২০২৪ ১০:৪৯:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ১০:৪৯:২৭ পূর্বাহ্ন
মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন ছবি:সংগৃহীত
গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুলকে দ্রুত দেশে ফিরে উন্নত চিকিৎসা নেয়ার জন্য একটি বিমানের টিকিট হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশে ফেরার কথা রয়েছে তার।

সোমবার মালদ্বীপস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের, অর্থায়নে বিমানের টিকেটসহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

এসময় দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী মো. ময়নাল হোসেন উপস্থিত ছিলেন।মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুল (৩৭) বেশ কিছু দিন যাবত অসুস্থ হয়ে দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার বৈধ কোন মালিকানা না থাকায়, মালে চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।
 
তানজু মিয়ার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে।
 

নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ