আধিপত্য বিস্তার নিয়ে মানিকগঞ্জে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত
নিজেস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১২-২০২৪ ১১:০০:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ১১:০০:২৬ পূর্বাহ্ন
ছবি:সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা লাবলু আহমেদ (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে লাবলু আহমেদ ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চার মাস আগে কুয়েত থেকে দেশে ফিরে তিনি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন।
পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেলো কয়েকদিন ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। সোমবার দুপুর একটার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লাবলুর ওপর হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত একজনকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজন ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Voice Protidin Desk
কমেন্ট বক্স